নকল সরবরাহ, ৫ শিক্ষককে কারাদণ্ড-জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২ শিক্ষক। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২ শিক্ষক। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার দায়ে তিন কক্ষ পরিদর্শক এবং নিয়ম বহির্ভূতভাবে মোবাইল সঙ্গে রাখার দায়ে অপর দুই পরিদর্শকসহ মোট পাঁচ শিক্ষককে কারাদণ্ড-জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) জেডিসির ইংরেজি পরীক্ষা চলাকালীন সদর উপজেলার সালন্দর কামিল মাদরাসা কেন্দ্রে মনসুর আলী ও আয়েশা সিদ্দিকা নামে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন নকল সরবরাহ করার দায়ে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত পরিদর্শক মনসুর আলী ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর হরিহরপুর আলেম মাদরাসার শিক্ষক এবং আয়েশা সিদ্দিকা ভেলাজান আনছারিয়া ফাজিল মাদরাসার শিক্ষক।

অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদেরকে জেডিসি পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বালিয়াডাঙ্গীর সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এ রায় দেন।

বিজ্ঞাপন

এছাড়া মোবাইফোন সঙ্গে রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান শিক্ষক আবু সায়েম ও রশিদা বেগম নামে দুই পরিদর্শককে এক হাজার টাকা করে জরিমানা করেন।

দণ্ডিত শিক্ষক আবু সায়েম দানারহাট আনছারিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং রশিদা বেগম সালন্দর কামিল মাদরাসার শিক্ষক।