পটুয়াখালীতে সরবরাহ বেড়েছে পোয়া মাছের, দামে স্বস্তি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর. কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীতে সরবরাহ বেড়েছে পোয়া মাছের, দামে স্বস্তি

পটুয়াখালীতে সরবরাহ বেড়েছে পোয়া মাছের, দামে স্বস্তি

শাক সবজিসহ চাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন ঊর্ধ্বগতি ঠিক সে সময়ে মাছের বাজারে কিছুটা হলেও স্বস্তির বাতাস এনে দিয়েছে পোয়া (পোমা) মাছ।     

পটুয়াখালীর বাজারগুলোতে গত কয়েক সপ্তাহ যাবত পোয়া মাছের সরবরাহ বেড়েছে কয়েকগুণ। আর এ কারণে দামও এখন ক্রেতাদের হাতের নাগালে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ নভেম্বর) বড় সাইজের পোয়ামাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হত। 

পটুয়াখালীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পোয়া মাছ

পটুয়াখালী মাছপট্টির ব্যবসায়ী মোঃ সোহেল বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গত এক সপ্তাহ ধরে পোয়া মাছের সরবরাহ ক্রমশ বাড়ছে। এ কারণে প্রতিদিন দামও  কমছে।

বিজ্ঞাপন

এদিকে জেলার বিভিন্ন মাছের আড়তগুলোতে সামুদ্রিক মাছের সরবরাহ কিছুটা বেশি বলেও জানান সংশ্লিষ্ট আড়ত মালিকরা।

পটুয়াখালী নিউ মার্কেটে মাছ কিনতে আশা ক্রেতা হারুন কাজী বলেন, 'পেঁয়াজের দাম শুনে মন খারাপ হলেও পোয়া মাছের দাম শুনে আজ কিছুটা স্বস্তি পেয়েছি।  এ কারণে ১৯০ টাকা দরে তিন কেজি পোয়া মাছ কিনে নিলাম। '  

দাম কিছুটা কম থাকায় শহরের সবুজবাগ, নতুন বাজার,নিউ মার্কেট, লঞ্চঘাটের সান্ধ্যকালীন বাজারগুলোতেও পোয়া মাছের যথেষ্ট সরবরাহ চোখে পড়ে।