মেহেরপুরে চলছে না লোকাল বাস
বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে মেহেরপুরে পণ্য পরিবহন ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও এখনো চলছে না আন্তঃজেলা লোকাল বাসগুলো।
শুক্রবার (২২ নভেম্বর) থেকে লোকাল বাস চলাচল করবে বলে আশা প্রকাশ করা হলেও শ্রমিকরা তা মানছেন না। ফলে গেল চারদিন ধরে মেহেরপুর থেকে সব রুটে লোকাল বাস বন্ধ রয়েছে। এতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
মেহেরপুর থেকে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কসহ আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন যাত্রীরা। স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহন এখন যাত্রীদের একমাত্র ভরসা। দূরের যাত্রীরা অসহনীয় কষ্ট ভোগ করে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। এ সুযোগ কাজে লাগাচ্ছেন অবৈধ যানবাহন ও ব্যাটারি চালিত ইজিবাইক চালকরা। বাস ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, 'সরকারের সঙ্গে মালিক-শ্রমিকদের কয়েক দফা বৈঠকের পর সমস্যা সমাধানের উদ্যোগে নেওয়া হয়েছে। আজ ঢাকায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে আবারো বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠক থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'