ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ২১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটককৃতরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটককৃতরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২১ জনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে বিজিবির নিয়মিত টহল দেয়ার সময় ঝিনাইদহের মহেশপুর বিওপির ১শ থেকে দেড়শ গজ বাংলাদেশ অভ্যন্তরে নিশ্চিন্তপুর কালভার্টের পাশ থেকে ১৬ জন এবং উপজেলার জুলুলী সীমান্তের মগদাশপুর এলাকা থেকে আরও ৫ জন সহ মোট ২১ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল।

বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(গ) ধারায় আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

খালিশপুর বিজিবি-৫৮ উপ-অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।