শিবচরে ২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নব-নির্মিত ৩৩/১১ কেভির ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

নব-নির্মিত ৩৩/১১ কেভির ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

মাদারীপুরের শিবচরে ৮ কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে শিবচর ২ (সন্ন্যাসীরচর) এলাকায় নির্মিত ৩৩/১১ কেভির ২০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী উপকেন্দ্রটি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে নুর ই আলম চৌধুরী বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের অভাবনীয় উন্নতি হয়েছে। সন্ন্যাসীরচর বিদ্যুতের সাব-স্টেশনটির কারণে উপজেলার বন্দরখোলা, সন্ন্যাসীরচর, চরজানাজাত, মাদবরেরচর, কাঠালবাড়ি ইউনিয়নসহ আশপাশের এলাকার প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারবে।'

তিনি আরোও বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ২০২০ সালের মধ্যেই শিবচর উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।'

বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নুর ই আলম চৌধুরী, ছবি: বার্তা২৪.কম

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শাখাওয়াত হোসেন, নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার ঘোষ, মাদারীপুর জেলা আওয়মীলীগের সহ সভাপতি মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ প্রমুখ।