চালকের ওভারটেকে প্রাণ গেল তিনজনের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস, ছবি: বার্তা২৪.কম

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস, ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। বেপরোয়া গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাইক্রোবাসটি বলে জানা গেছে। দুর্ঘটনার পরই মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ৭টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার সাহেদ নগর বেপারীপাড়ার মৃত হাজী কামাল উদ্দিন সরকারে ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী মাতোয়ারা সরকার (৫০), মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

মাইক্রোবাসে থাকা নিহত কানিজ ফাতেমার স্বামী হাজী সেলিম বার্তা২৪.কমকে বলেন, সিরাজগঞ্জ থেকে শ্বশুর শাশুড়িসহ পরিবারের সবাইকে নিয়ে মাইক্রোবাসযোগে টাঙ্গাইলে বেড়াতে যাচ্ছিলাম। মাইক্রোবাসটি বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক গাড়ির স্পিড বাড়িয়ে আরেকটি গাড়িকে (কাভার্ডভ্যান) ওভারটেক করতে যায়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। গাড়ির পিছনের ছিটে বসার কারণে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরে দেখি আমার শ্বশুর, শাশুড়ি ও স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন। এতে আড়াই বছরের শিশু সন্তান সামি আমার কোলে থাকায় সে প্রাণে বেঁচে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে ২ গাড়ির সংঘর্ষে দম্পতিসহ নিহত ৩