কালীগঞ্জ সীমান্তে ১১টি ভারতীয় গরু আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

কালীগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক

কালীগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি বাড়ি থেকে ১১টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাওরাণী বিওপির কমান্ডার হাবিলদার বেলায়েত হোসেন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, উপজেলার চন্দ্রপুর গ্রামের আশরাফ আলীর বাড়িতে ভারতীয় গরু আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে ওই বাড়িতে তল্লাশি চালায় বিজিবি। এসময় গোয়ালঘরসহ পুরো বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তালা ভেঙে বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন