নতুন সড়ক আইন: কুষ্টিয়ায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন সড়ক আইন নিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

নতুন সড়ক আইন নিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় কুষ্টিয়া যুব নেটওয়ার্ক এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মজমপুর গেটে লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

এ সময় চালক ও হেলপারদের নির্ধারিত স্টপেজে বাস থামানো, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো ইত্যাদি বিষয় মেনে চলার জন্য চালক ও হেলপারদের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে কুষ্টিয়া মজমপুর এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) গোলাম সবুর, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলমসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।