আশুলিয়ায় পিঠা মেলা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া)
  • |
  • Font increase
  • Font Decrease

পিঠা মেলা

পিঠা মেলা

শীতকে ঘিরে আশুলিয়ায় ব্যতিক্রমধর্মী পিঠা মেলার আয়োজন করেছে কলেজিয়েট স্কুল।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর থেকে আশুলিয়ার পলাশবাড়ীর ‘সাউথ ভিশন স্কুল এন্ড কলেজে’ এ মেলার আয়োজন করে স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
পিঠার পসরা সাজিয়ে বসে আছে শিক্ষার্থীরা

মেলায় ৯টি পিঠা স্টল অংশ নিয়েছে। মোরগ পিঠা, পাটি সাপটা, সুজি পুলি নারিকেল, দুধ পাটিসাপটা, ঝাল ভাপা, গোলাপ পিঠা, তাল মিঠা, বিস্কুট পিঠা, নারিকেল নারুভাপা, নকশিসহ নানা রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর থেকেই এলাকাবাসী সাড়া দিয়ে এই মেলা উপভোগ করছেন এবং পিঠা কিনছেন।

সাউথ ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন বলেন, বাংলার ঐতিহ্য শিক্ষার্থীসহ সকলের সামনে তুলে ধরতে এই পদক্ষেপ আমরা নিয়েছি। এখানে ৯টি স্টলে প্রায় শতাধিক পিঠার সঙ্গে পরিচয় ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এর আগেও এমন আয়োজন করেছিলাম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন