ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির ৭টি লক্ষ্মী পেঁচা উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে বিরল প্রজাতির ধূসর রঙের সাতটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবীর স্পোর্টিং ক্লাব থেকে পেঁচাগুলো উদ্ধার করা হয়। দুপুরে পেঁচাগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ঠাকুরগাঁও বন বিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, সহিদুর রহমান নামের একজন সকালে পল্লীবীর স্পোর্টিং ক্লাবের দোতলার পোশাক পরিবর্তনের কক্ষের সিলিং পরিষ্কার করছিলেন। এসময় তিনি সিলিংয়ের এক কোনে বিরল প্রজাতির ৯টি পেঁচা দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন।
তিনি বলেন, পেঁচাগুলো উদ্ধারের সময় দুটি উড়ে যায়। উদ্ধার করা পেঁচাগুলো প্রাপ্ত বয়স্ক নয়। পাখাগুলো প্রায় দুই ফুট লম্বা। এদের পালক সোনালী আর চোখ নীল। পেঁচাগুলোর চোখের আশপাশের পুরো অংশটি সাদা। ধূসর রঙের মাঝে কালো স্পট রয়েছে। এই পেঁচাগুলো শান্তশিষ্ট স্বভাবের হয়। উদ্ধারকৃত ৭টি পেঁচাকে দিনাজপুর জেলার সিংড়া ফরেস্টে ছেড়ে দেয়া হবে।