নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নেত্রকোনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ জানুয়ারি) জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের নারী সদস্য শাহীনুর আক্তার নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর এ অভিযোগটি করেন।

বিজ্ঞাপন

অভিযোগে জানা গেছে, জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান হলেন লোকমান হাকিম। তিনি ১নং ওয়ার্ডের সদস্য আবুল কালামের মাধ্যমে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ জন হতদরিদ্র নারীর নাম ব্যবহার করে মেন্দীপুর পূর্বপাড়া ডিসি রোড থেকে মাঝেরকান্দা পর্যন্ত মাটি ভরাটের নামমাত্র কাজ করে জন প্রতি ৮ হাজার করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা এবং মেন্দীপুর হাওরে কমলা বেড়িবাঁধ নির্মাণের জন্য টিআর প্রকল্পের ৪০ হাজার টাকাসহ মেন্দীপুর ফৌজদার মিয়ার বাড়ি থেকে বামনিকোনার রাস্তা পর্যন্ত মাটি ভরাটের নামে ১১.৫০ মেট্রিকটন চালের মূল্য ৩ লাখ ৯৩ হাজার টাকা উত্তোলন করে নামমাত্র কাজ করে সব টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান লোকমান হাকিম বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয় করতেই এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।