গাইবান্ধায় শুরু হচ্ছে খাল পুনঃখনন

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

খাল পুনঃখনন কাজের উদ্বোধন/ ছবি: বার্তা২৪.কম

খাল পুনঃখনন কাজের উদ্বোধন/ ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র আয়োজনে গাইবান্ধার কুঠিপাড়া এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন। সেই সঙ্গে নদী-নালা-খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনতেও কাজ করে যাচ্ছে সরকার।

তিনি ঠিকাদার ও কর্মকর্তাদের দায়িত্ব পালনে সঠিকভাবে কাজ করাসহ নির্ধারিত সময়ের মধ্যে ৮ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখনন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন রায় এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোলেমান আলী প্রমুখ।