গাজীপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৫ জানুয়ারি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়, ছবি: বার্তা২৪.কম

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়, ছবি: বার্তা২৪.কম

আগামী ২৫ জানুয়ারি গাজীপুর জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।

সভায় জানানো হয়- ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য জেলাব্যাপী ১ হাজার ৪২৯টি কেন্দ্র স্থাপন করা হবে। নির্ধারিত দিনে ৬-১১ মাস বয়সী ৭০ হাজার ৩৩৫ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লাখ ২৫ হাজার ৩৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ২ হাজার ৮৫৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হবে।

বিজ্ঞাপন