অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৭ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ/ ছবি: বার্তা২৪.কম

অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ/ ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ভেড়ামারা পৌর এলাকার ৩নং ব্রিজ সংলগ্ন সাকিব রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা পৌরসভার ৩ নং ব্রিজের সাকিব রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি অবৈধ লাইন পাওয়া যায়। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে রাইস মিলটির মালিককে ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিদ্যুতের সংযোগ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

এসময় ভেড়ামারা পল্লী বিদ্যুতের ডিজিএম এবিএম মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।