হাজীগঞ্জে এক রাতে ৯ দোকানে চুরি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নয়টি স্থানে পৃথক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ দেড় লাখ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে জানা গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনাগুলো ঘটে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, চুরির ঘটনাগুলো হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নদীরপাড়ে সর্দার বাড়ির ফারুকের দোকান, সর্দার বাড়ির সামনে ফারুক ফরাজীর দোকান, টেকের বাজারে আরিফ শিং ও আক্তার হোসেন সর্দারের দোকান, সাহেব বাড়ির খোকনের দোকান, তাজু মোল্লা ও হাসান মোল্লার দোকান এবং ডাকাতিয়া নদীর উত্তর পাড়ের মোরশেদের দোকানে ঘটে। এছাড়া একই উপজেলার এনায়েতপুর গ্রামের রব মিয়ার একটি অটোরিকশাও চুরি যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।

মোহাম্মদপুর গ্রামের টেকের বাজারের মুদি দোকানদার আকতার হোসেন বলেন, ‘আমার দোকানের তালা ভেঙে নগদ ২ হাজার টাকা নিয়েছে। তবে কোনো মালামাল নেয়নি।’

বিজ্ঞাপন

আরেক দোকানি তাজু মোল্লা বলেন, ‘দোকানের তালা ভেঙে আমার জ্যাকেট নিয়ে যায়। ওই জ্যাকেটের পকেটে ৫ হাজার টাকা ছিল।’

চুরির বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘চুরি ঘটনাগুলোর খবর পেয়েছি। তদন্ত কাজ চলছে।’