কুষ্টিয়ায় ১ কোটি ৩৭ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বিভিন্ন সময়ে ৪৭ বিজিবির আটককৃত মাদকদ্রব্য, ছবি: বার্তা২৪.কম

বিভিন্ন সময়ে ৪৭ বিজিবির আটককৃত মাদকদ্রব্য, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে ৪৭ বিজিবির আটককৃত ১ কোটি ৩৭ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অভ্যন্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫ হাজার ৯শ ৭ বোতল মদ, ৫ হাজার ৭৫ বোতল ফেনসিডিল, ৩শ ৯২ কেজি গাঁজা, ৪৯ হাজার ৪ প্যাকেট পাতার বিড়ি, ৪৬ পিস ইয়াবা, ৩৭ বোতল বিষ ও বিভিন্ন প্রকার ট্যাবলেট ১৬ হাজার ২০ পিস। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ১৭ হাজার ৪শ ৫০ টাকা বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জালাল গণি খান।

মাদকবিরোধী সভা

৪৭ বিজিবির অধিনায়ক লে: কর্নেল রফিকুল আলমের সভাপতিত্বে সভায় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল খালেকুজ্জামান, চুয়াডাঙ্গাস্থ বিজিবি হাসপাতালের অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার আহমেদ, যশোর রিজিয়নের লজিস্টিক পরিচালক লে: কর্নেল সাইফুল আলম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, মিরপুর পৌর মেয়র হাজী এনামুল হক, কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন