বগুড়ায় গলা কাটা ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়া জেলার মানচিত্র, ছবি: বার্তা২৪.কম

বগুড়া জেলার মানচিত্র, ছবি: বার্তা২৪.কম

বগুড়ার দুপচাঁচিয়ায় গলা কাটা ও মুখমণ্ডল আগুন দিয়ে পোড়ানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর থানা পুলিশ চামরুল ইউনিয়নের বেরুঞ্জা গ্রামের একটি খালের পাড়ের জঙ্গল থেকে ঝলসানো এই মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

জানাগেছে, জয়পুরহাট জেলার ক্ষেতলাল ও বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার সীমান্তবর্তী এলাকা বেরুঞ্জা গ্রামের ডোগারপাড় নামকস্থানে আগুনে পোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। আগুনে মুখমণ্ডল ঝলসানো থাকায় তার নাম পরিচয় জানা যায়নি। মরদেহের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তিটিকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। নাম পরিচয় গোপন করার উদ্দেশেই মুখমণ্ডল পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার ৫০ গজ দূরে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার সীমানা। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।