টাঙ্গাইলে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাসে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া সড়ক অবরোধ করে রাখে। এতে করাতিপাড়া বাইপাস হতে তারাটিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পরে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ফুটওভার ব্রিজের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
এ সময় মো. শহিদুর রহমান, সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মো. মনিরুল ইসলাম মিন্টু, সাবেক ইউপি সদস্য মো. মনিরুজ্জামান রুবেল, রাজিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেয়।
অবরোধে এলাকাবাসী ফুটওভার ব্রিজের দাবি জানিয়ে বলেন, গত এক বছরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া পাড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার আব্দুল লতিফ নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এভাবে আর কতজনের জীবন দিতে হবে। অতিদ্রুত সময়ের মধ্যে মহাসড়কের করাতিপাড়ায় ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।