মুখে ভর দিয়ে লিখে বৃত্তি পেল সেই লিতুন
মুখে ভর দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) বৃত্তি পেয়েছে দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া সেই লিতুন জিরা।
লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে এবার উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়। এর আগে লিতুন জিরা পিইসিতে জিপিএ-৫ লাভ করে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লিতুন জিরার বাবা হাবিবুর রহমান।
জানা গেছে, জন্মের সময় দুই হাত-পা ছাড়াই পৃথিবীর আলো দেখে লিতুন জিরা। মুখ দিয়ে লিখেই মেধার স্বাক্ষর রাখছে এই শিক্ষার্থী।
লিতুন জিরার বাবা উপজেলার এ. আর মহিলা কলেজের প্রভাষক। তিনি গত ১৭ বছর ধরে ওই কলেজে চাকরি করেন। তবে কলেজটি এমপিওভুক্ত নয়। এ কারণে তার সংসারে কিছুটা অভাব অনটন রয়েছে।
লিতুন জিরা বলেন, ‘অন্যের উপর নির্ভর হয়ে সমাজের বোঝা হতে চাই না। লেখাপড়া শিখে আত্মনির্ভরশীল হতে চাই।’
আরও পড়ুন: মুখ দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে লিতুন