মেহেরপুরে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রাম থেকে ১২ বছর সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মাসুদ রানা গাংনী উপজেলার লক্ষ্মিনারায়ণপুর ধলা গ্রামের মারফত মন্ডলের ছেলে। ডাকাতি মামলায় মেহেরপুরের একটি আদালত তাকে ১২ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ২০০৯ সালে লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে একটি ডাকাতির ঘটনায় মাসুদ রানার নামে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই সে আত্মগোপন করে। বিজ্ঞ আদালতে ২০১৮ সালে ওই মামলায় রায় হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১২ বছর সশ্রম কারাদণ্ডাদেশসহ তাকে গ্রেফতারের নির্দেশ দেন। আদালতের গ্রেফতারি পরোয়ানার নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।