নোয়াখালীতে শিবিরের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন

ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন (২৫) মারা গেছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রাকিব হোসেন আমানউল্লাপুর গ্রামের পাটোয়ারি বাড়ির সফিউল্লার ছেলে। আমানউল্লাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

বিজ্ঞাপন

সংঘর্ষে আহত ছাত্রলীগের অপর তিন কর্মী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এবিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, রোববার রাতে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ান বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ রাত ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা পালিয়ে যায়।

এতে ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে গেলে শিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিবিরের কয়েকজন দোকানে ঢুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।