জাদিমরা পাহাড়ে নিহত ৪ রোহিঙ্গা ডাকাতের পরিচয় শনাক্ত

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ (কক্সবাজার)
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত ডাকাতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে, বার্তা২৪.কম

নিহত ডাকাতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে, বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফের জাদিমরা পাহাড়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭ রোহিঙ্গা ডাকাতের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

তারা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ও শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ফারুক (৩০), মোহাম্মদ আলী (২৫), নুর হোসেন ওরফে নুর আলী (৩২) ও ইমরান (৩২)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

উল্লেখ্য, টেকনাফের জাদিমরা পাহাড়ে কুখ্যাত ডাকাত জাকির অবস্থান করেছে এমন খবরে সোমবার ভোরে সেখানে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড় থেকে গুলি চালাতে থাকে ডাকাত সদস্যরা। র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ডাকাতদের মরদেহ নেওয়ার সময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি