টাঙ্গাইলে দুই বাংলার কবিতা উৎসব শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

শহীদ স্মৃতি পৌর উদ্যানে উৎসবের উদ্বোধন করা হয়/ছবি: বার্তা২৪.কম

শহীদ স্মৃতি পৌর উদ্যানে উৎসবের উদ্বোধন করা হয়/ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ-ভারতের কবিদের অংশগ্রহণে টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা কবিতা উৎসব।

মুজিববর্ষ উপলক্ষে এবারে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। ভারতের ৭০ জন কবিসহ টাঙ্গাইল ও দেশের নানা প্রান্তের চার শতাধিক কবি-লেখক এ উৎসবে অংশ নেবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও সাধারণ গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভারতের কবি অমৃত মাইতি, মৃণাল বসু চৌধুরী, কমল চক্রবর্তী, সুখমার বাগচি, শ্যামল ক্রান্তি দাস, শংকট চক্রবর্তী, বাংলাদেশের কবি আল মুজাহিদী, আলী ইমাম, বুলবুল খান মাহবুব, জাহিদুল হক, মাহবুব সাদিক ও মাকিদ হায়দার।