বেনাপোলে ভুয়া ৪ কাস্টমস কর্মকর্তা আটক
বেনাপোল থেকে চার ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাত ১০টায় বেনাপোলের রজনীগন্ধা হোটেল থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন— চাঁদপুরের হোসেনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকতার ফারুক (৪২) ও নয়াকান্দী গ্রামের মোহাম্মদ আলী ওরফে শহর আলীর ছেলে শফিকুর রহমান (৪২), নরসিংদীর চানপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিনার হোসেন (৪৩) ও শরিয়তপুরের মাছুয়াখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে নুরুজ্জামান ওরফে নজরুল (৩৭)।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, চার প্রতারক নিলামের টায়ার বিক্রির কথা বলে দুই ব্যবসায়ীকে বেনাপোলে ডেকে আনেন। পরে টায়ার না দেখিয়ে ৪০ লাখ টাকা দিতে বলেন। এতে সন্দেহ হলে ওই দুই ব্যবসায়ী কৌশলে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে প্রতারণার সত্যতা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।