নোয়াখালীতে ৩ শিবিরকর্মী আটক, জিহাদি বই উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত ৩ শিবিরকর্মী/ ছবি: বার্তা২৪.কম

আটককৃত ৩ শিবিরকর্মী/ ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর কবিরহাটে ইসলামী ছাত্র শিবিরের গোপন বৈঠক থেকে জিহাদি বই ও সদস্য ফরমসহ তিন জনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। মঙ্গলবার দুপুরে উপজেলার লেদু কোম্পানীরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, ঘোষবাগ ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মির্জা আশরাফ মাসুদ রানা (২৪), সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরক্লার্ক ইউনিয়নের ফজলুর রহমান মামুন (২১) এবং সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁও গ্রামের এনামুল হক সজিব (১৮)।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান তিন শিবির কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লেদু কোম্পানীর হাট বাজারে অভিযান চালিয়ে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কর্মী নির্দেশিকা, সমর্থক ফরম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে বিকেলে মাসুদ রানার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু উগ্র, সাম্প্রদায়িক ও জিহাদি বই, লিফলেট এবং ফরম উদ্ধার করা হয়। আটককৃত তিনজনকে গ্রেফতার দেখিয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।