নাটোরে ৩৩ জামায়াত-শিবির নেতাকর্মী কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নাটোরের সিংড়া থেকে আটক ৫০ জামায়াত-শিবির নেতাকর্মীর মধ্যে ৩৩ জনকে কারাগারে এবং ১৭ জনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে কড়া পুলিশি প্রহরায় দুইটি প্রিজনভ্যানে অভিযুক্ত জামায়াত-শিবির নেতাকর্মীদের সিংড়া থেকে নাটোর আদালতে আনা হয়। পরে তাদের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক রেজাউল করিমের আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

শুনানি শেষে বিচারক রেজাউল করিম জামায়াত-শিবিরের ৩ নেতাসহ ৩৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশিষ্ট ১৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনালের বিচারক এমদাদুল হক ওই ১৭ জনকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার চক গোপাল এলাকার একটি বাঁশঝাড় থেকে জেলা জামায়াতের সাবেক আমির বেলালুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ দলের ৫০ নেতাকর্মীকে আটক করে সিংড়া পুলিশ।

বিজ্ঞাপন