টঙ্গীতে কারখানার দেয়াল ধসে ৭ শ্রমিক আহত
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার দেয়াল ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর পাগার এলাকার সিকদার ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কারখানার পেছনের অংশের এক কোনায় ২০ থেকে ২৫ জন শ্রমিক কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলো। সেখানে থাকা তিন ফুট উঁচু দেয়াল (সীমানা প্রাচীর) হঠাৎ শ্রমিকদের ওপর ধসে পড়ে। এসময় সাত শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল বার্তা২৪.কমকে বলেন, দুপুর ১২টার দিকে দেয়াল চাপায় আহত সাত শ্রমিককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া সোহেলকে (২৫) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।