মেহেরপুরে সুন্নতে খাতনা অনুষ্ঠানে জরিমানা
সরকারী নির্দেশনা অমান্য করে সুন্নতে খাতনা অনুষ্ঠানে জনসমাগম করার দায়ে আবুল বাসার নামের একজনের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে মেহেরপুরের গাংনীর মহিলা কলেজপাড়ায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বলেন, করোনা ভাইরাস সতকর্তায় বিয়ে ও সুন্নতে খাতনাসহ জনসমাগতপূর্ণ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। নির্দেশনা উপেক্ষা করে গাংনী মহিলা কলেজপাড়ার আবুল বাসার তার ছেলে শ্রাবণের সুন্নতে খাতনা অনুষ্ঠানে আত্মীয় স্বজন নিয়ে সমাগম করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন আবুল বাসার। সমাগম থেকে লোকজনকে সরিয়ে দেয়ার পাশাপাশি আবুল বাসারের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডবিধির ২৬৯ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান নির্বাহী হাকিম।
ভ্রাম্যমাণ আলতের সহায়তা করে গাংনী থানা পুলিশের একটি দল।