যশোরে হঠাৎ শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষতির আশঙ্কা
যশোরে বিভিন্ন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে গাছে সদ্য আসা আমের গুটি আম ও মুকুলসহ বিভিন্ন ফসল ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। একইসঙ্গে ঘরবাড়ির ব্যাপক ক্ষতিরও আশঙ্কা করছেন তারা।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে যশোরের আকাশ ছিল মেঘাচ্ছন। রাত ৯টার দিকে ঝড়ো বৃষ্টি শুরু হয়। এরপরই শিলা বৃষ্টি হতে থাকে। একই সঙ্গে ছিল বিদ্যুৎ চমকানো। প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই ঝড়-বৃষ্টি। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে।
মণিরামপুর উপজেলার কৃষক মহিউদ্দিন জানান, ‘শিলা বৃষ্টি ও ঝড়ের কারণে গাছে সদ্য আসা আমের গুটি ও মুকুল এবং বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া তার এক বিঘা জমিতে পটল চাষে ব্যাপক ক্ষতিরও আশঙ্কা করছেন তিনি।
তিনি আরও জানান, বৃষ্টির সঙ্গে ঝড়ের কারণে গাছপালা ভেঙে গেছে। কোথাও কোথাও টিনের ফুটা হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।