ভিড় নেই লক্ষীপুরে, অলস হচ্ছেন দোকানিরা
লক্ষ্মীপুরে মানুষের মাঝে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষজন বাজারে উঠছে না। রিকশা-অটোরিকশাসহ যানবাহনের জটও নেই। লোকজন কমে যাওয়ায় শহরটি যেন ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই লক্ষ্মীপুর জেলা শহরে মানুষ খুব কম দেখা গেছে। দুপুরে রাস্তায় হাতেগোনা কয়েকজন মানুষ দেখা যায়। চকবাজারের সংযোগ রাস্তাটি প্রতিদিন রিকশা-অটোরিকশায় জট দেখা গেলেও আজ তা দেখা যায়নি।
এদিকে, প্রতিদিনকার মতো দোকান খুললেও ক্রেতা পাচ্ছে না জামা-কাপড়, কসমেটিকস ও মুদি ব্যবসায়ীরা। চাকরিজীবীরা ছাড়া জনসাধারণ বাড়ি কিংবা এলাকা থেকে বের হচ্ছে না।
শহরের তমিজ মার্কেট, হকার্স মার্কেট, চকবাজার মসজিদ মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, পৌর সুপার মার্কেট ও পৌর আধুনিক বিপণী বিতানের কোথাও মানুষের জটলা দেখা যায়নি। বলতে গেলে ক্রেতাশূন্য মার্কেটগুলো। বিক্রেতারাও গদিতে শুয়ে বসে সময় কাটাচ্ছেন।
বাজারের প্রধান সড়কের শোয়েব ফ্যাশনের ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, ‘সকাল থেকেই খালি বসে আছি। দু-একজন এসে মাস্ক কিনেছেন। বাজার জনশূন্য হয়ে পড়েছে। অন্যদিন রিকশা ও যানবাহনের জটলা দেখা গেলেও আজ দেখা যাচ্ছে না।’
চকবাজার মসজিদ মার্কেটের জেন্টস অ্যান্ড বেবি ফ্যাশনের সত্ত্বাধিকারী আব্দুল কাইয়ুম কাউসার বলেন, ‘পুরো মার্কেটেই ক্রেতা নেই। গত রোববারও ভালো ক্রেতা ছিল। আজ মার্কেটটি ভুতুড়ে মনে হচ্ছে।’
উল্লেখ্য, লক্ষ্মীপুরে ৩ হাজার ৮৫১ জন বিদেশ ফেরত রয়েছেন। আর করোনা সন্দেহে ৫৬৯ জন বাড়িতে সঙ্গরোধে আছেন। এরমধ্যে ৫৬৬ জন প্রবাসী।