ঘাটাইলে চার চাতাল মিলকে ৪ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইল জেলার মানচিত্র

চালের মূল্য বৃদ্ধি করায় চার চাতাল মিলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রত্যেক মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ এপ্রিল) এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার এই অভিযান চালান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের নির্দেশনা থাকার পরও চার চাতাল মিল ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি করে বাজারে বিক্রি করছিল। প্রত্যেক মিল ব্যবসায়ীকে এক লাখ টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সৌরভ অটো রাইস মিল, শুভেচ্ছা এগ্রো রাইস মিল, পপুলার ও মেসার্স বাংলা এগ্রো অটো রাইস মিলকে এই জরিমানা করা হয়।