উভয় পুঁজিবাজারে বড় উল্লম্ফন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ অক্টোবর) সূচকে বড় ধরনের উল্লম্ফনের মধ্যে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১০ পয়েন্ট এবং সিএসইএক্স বেড়েছে ১৪৯ পয়েন্ট।
এছাড়া ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসের হয়েছিল ২৯৯ কোটি ৮৯ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ২০ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৩৪ পয়েন্ট। এরপর থেকে সূচক ধারাবাহিকভাবে বাড়তে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৪৩ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৫৪ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৬৮ পয়েন্ট বাড়ে।
বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৭৩ পয়েন্ট বাড়ে, বেলা ১১টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৭৯ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১২টায় সূচক ৫৯ পয়েন্ট বাড়ে। এরপর সূচক আবার বাড়তে থাকে। ১টায় ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট বেড়ে যায়। ২টায় সূচক ১০৮ পয়েন্ট বাড়ে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১০ পয়েন্ট বেড়ে চার হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭০৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১১টির, কমেছে ২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।
দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, বিকন ফার্মা, সামিট পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইস্টার্ন ইনস্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওয়াটা কেমিক্যাল এবং জেএমআই সিরিঞ্জ।
সিএসই
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৪৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৪২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- বেঙ্গল উইন্ডসর, মুন্নু সিরামিকস, ফরচুন সু, ইস্টার্ন ইনস্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, বিবিএস কেবল, এস্কার নিটিং, বিপিএমএল, এমআই সিমেন্ট এবয় ওআইমেক্স।