নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চার ব্যাংকের যৌথ বৈঠক

চার ব্যাংকের যৌথ বৈঠক

পুঁজিবাজারের চলমান সংকট কাটাতে নতুন করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সরকারি চার বাণিজ্যিক ব্যাংকের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ত্রৈমাসিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) ও এমডিরা উপস্থিত ছিলেন।

 ছবি: সংগৃহীত

এর আগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সিনিয়র সচিব চার সরকারি ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগের নির্দেশ দেন। এ নির্দেশনার পর ব্যাংকগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

আরো পড়ুন: সরকারি চার ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগের নির্দেশ

সভায় অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টিও পর্যালোচিত হয়।

এ সময় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।