পাসের হারে এগিয়ে মেয়েরা

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফলাফলের পর শিক্ষার্থীদের উল্লাস, ছবি: সুমন শেখ

ফলাফলের পর শিক্ষার্থীদের উল্লাস, ছবি: সুমন শেখ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। এবারের ফলাফলের সব বোর্ড মিলিয়ে মেয়েদের পাসের হার ৭৬.৬৭ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৭১.৬৭ শতাংশ। সবমিলিয়ে পাসের হার ৭৩.৯৩ শতাংশ।

এবার পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৫৫ হাজার ২২ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা সাত লাখ তিন হাজার আর ছাত্রীর সংখ্যা ছয় লাখ ৩৩ হাজার ৬২৯ জন। পরীক্ষায় অংশ নেয়নি ১৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পাসের হারে এগিয়ে মেয়েরা

সবমিলিয়ে উত্তীর্ণ হয়েছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী। এর পাঁচ লাখ তিন হাজার ৮২৮ জন ছাত্র ও চার লাখ ৮৪ হাজার ৩৪৪ জিন ছাত্রী পাস করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) সকালে গণভবনে ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাসের হারে এগিয়ে মেয়েরা

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা।