ইসি ভবনের সামনে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আসন্ন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র ক‌রে রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন ক‌মিশ‌নের নিরাপত্তা নি‌শ্চি‌তে অস্থায়ী ক্যাম্প স্থাপন ক‌রে‌ছে বাংলাদেশ ফায়ার ও সার্ভিস সিভিল ডিফেন্স।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপরের পর নির্বাচন ভবনের সামনের সড়কে তাঁবু টানিয়ে এই অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের পক্ষ থেকে এই ক‌্যাম্প করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন ক‌মিশন ভব‌নের সাম‌নের সড়‌কে আই‌সি‌টি ভব‌নের সাম‌নে তাঁবুর টা‌নি‌য়ে ক‌্যাম্প তৈরী করা হয়। সেই স‌ঙ্গে যে‌কোন প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় ক‌্যা‌ম্পের পা‌শে পানিবাহী গাড়ি ও রেসকিউ মালামালের বিশেষ গাড়িও রাখা হ‌য়ে‌ছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর (পরিদর্শক) আশরাফুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা প্রধান নির্বাচন কমিশন অফিসের সামনে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি। ‌নির্বাচ‌নের পর‌দিন আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এই ক‌্যাম্প থাকবে।

বিজ্ঞাপন

সেই স‌ঙ্গে পর্যায়ক্রমে ২০ জন করে জনবল সবসময় এখা‌নে দ্বা‌য়িত্ব পালন কর‌বেন ব‌লেও জানান তিনি।