ময়মনসিংহ-৩: স্থগিত হওয়া কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের একটি ভোটকেন্দ্রে দুবৃর্ত্তরা হামলা করে ব্যালটবাক্স ছিনতাই করে। পরে ওই একটি ভোটকেন্দ্রর ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। ওই আসনের স্থগিত করা কেন্দ্রের ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ জানুযারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

 

এদিকে রোববার রাতে সহকারী  রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বেসরকারিভাবে ময়মনসিংহ -৩ আসনের  ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১ টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

৯১টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১।