ময়মনসিংহ-৩: স্থগিত হওয়া কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি

  ভোট এলো, এলো ভোট


স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের একটি ভোটকেন্দ্রে দুবৃর্ত্তরা হামলা করে ব্যালটবাক্স ছিনতাই করে। পরে ওই একটি ভোটকেন্দ্রর ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। ওই আসনের স্থগিত করা কেন্দ্রের ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ জানুযারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান। 

 

এদিকে রোববার রাতে সহকারী  রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বেসরকারিভাবে ময়মনসিংহ -৩ আসনের  ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১ টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন।

৯১টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১।

   

আমাদের দেশে মানবাধিকার অনেক দেশের চেয়ে ভালো: পররাষ্ট্রমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
আমাদের দেশে মানবাধিকার অনেক দেশের চেয়ে ভালো: পররাষ্ট্রমন্ত্রী

আমাদের দেশে মানবাধিকার অনেক দেশের চেয়ে ভালো: পররাষ্ট্রমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে মানবাধিকার অনেক দেশের চেয়ে ভালো। বিশ্বের কোনো দেশেই মানবাধিকার আদর্শ অবস্থানে নেই।

তিনি বলেন, সব দেশেরই উচিত মানবাধিকার উন্নয়নে একযোগে কাজ করা। আমরাও আমাদের উন্নয়ন সহযোগীদের সাথে মানবাধিকার উন্নয়নে কাজ করতে চাই। 

শুক্রবার (১০ মে) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত 'বৈশাখী উৎসব ১৪৩১' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনকে পুলিশ দমন করছে, সেটি আমরা টিভির পর্দায় দেখছি। ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে নাগরিক আন্দোলনকে কিভাবে পুলিশ দমন করছে, সেটিও আমরা দেখছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন -এ নিয়ে প্রশ্নে মন্ত্রী হাছান এ মনোনয়নকে স্বাগত জানান। নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'অসাম্প্রদায়িকতা আমাদের জাতির মূল চালিকাশক্তি আর পয়লা বৈশাখ উৎসব অসাম্প্রদায়িকতার প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্যে তৎকালীন পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা ভেঙ্গে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন উৎসবে পরিণত হওয়া পয়লা বৈশাখের উৎসব আজ আমাদের অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক।'

ড. হাছান বলেন, 'স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ বিশ্বাস করে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, আর দ্বিতীয় পরিচয় আমরা কে কোন ধর্মের। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার মন্ত্র-ধর্ম যার যার, উৎসব সবার। সে কারণেই আজ বাংলাদেশে ঈদ, পূজা, প্রবারণা পূর্ণিমা সব উৎসবে সকল ধর্মের মানুষ একাত্ম হয়ে যায়।'

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহরিয়ার আলম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের (ফোসা) সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে ফোসা'র শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

  ভোট এলো, এলো ভোট

;

কর্ণফুলী নদীরক্ষায় সাম্পান বাইচ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নদীরক্ষার দাবিতে মানুষ মিছিল-মিটিং-মানববন্ধন ইত্যাদি কতো কিছুই না করেন। কিন্তু, কখনো শুনেছেন, নদীরক্ষার দাবিতে সাম্পান বাইচের আয়োজন করা হয়েছে? চট্টগ্রাম এমনই এক শহর, যেখানে কর্ণফুলী নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষার দাবিতে প্রায় প্রতিবছরই সাম্পান বাইচের আয়োজন করা হয়।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র খ্যাত কর্ণফুলী নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষার দাবিতে গ্রামীণ বাংলার চিরাচরিত ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছরের মতো এবারও সাম্পান বাইচের আয়োজন করেছে ’চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্র’। যা দেখতে কর্ণফুলীর দুই তীরে জড়ো হন হাজারো মানুষ।

শুক্রবার (১০ মে) বিকালে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এই সাম্পান বাইচ। এতে চ্যাম্পিয়ন হয়েছেন কর্ণফুলীর চরপাথরঘাটার তারেক মিস্ত্রী মাঝি, দ্বিতীয় হয়েছেন শিকলবাহার ইসমত উল্লাহ শাহ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মতিয়াল্লী শাহ-১।

সাম্পান এক ধরনের নৌকা যা চট্টগ্রাম অঞ্চলে এখনো চালু আছে। কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে এই নৌকা নিয়মিত যাত্রী ও মালামাল পারাপার করে। চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই বিশেষ নৌযান। গত কয়েক বছর ধরেই কর্ণফুলী বাঁচাতে সাম্পান বাইচসহ নদীকেন্দ্রিক নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সাম্পান প্রতিযোগিতায় অংশ নেন চট্টগ্রাম ইছানগর-বাংলাবাজার সাম্পান মালিক সমিতি, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট সাম্পান চালক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট ব্যবসায়ী মালিক সমিতি, পুরাতন ব্রিজঘাট মাছ ব্যবসায়ী সমিতিসহ একাধিক লাল নীল সবুজ দল।

প্রতিটি সাম্পানে ছিলেন প্রতিযোগী দলের ৮ সদস্য। বাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, কর্ণফুলী দেশের অর্থনীতির সঞ্চালক। এর বিকল্প নাই। আমরা চাটগাইয়া নওজোয়ান। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে তা প্রতিহত করতে হবে।

জেলা প্রশাসক বলেন, দখল-দূষনের কারণে নদী সংকুচিত হচ্ছে। লবনাক্ততা হালদা পর্যন্ত চলে গেছে। যে কারণে নগরবাসী পানি পাবে না। গ্রাম-মফস্বলের টিউবওয়েলে পানি থাকবে না। পানি উঠলেও তা লবনাক্ত হবে। তাছাড়া, দেশের অর্থনীতি সচল রাখতে কর্ণফুলীর গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। আমরা কর্ণফুলী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।

’সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ১৪৩১’ আয়োজক কমিটির চেয়ারম্যান হায়দার আলী রনির সভাপতিত্বে সেলিমুল হক ও দিলরুবা খানমের সঞ্চালনায় বক্তব্য দেন লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী, লায়ন কোহিনূর কামাল, লায়ন মো. হাকিম আলি, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আহ্বায়ক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সোলাইমান তালুকদার, দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

  ভোট এলো, এলো ভোট

;

রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের সম্ভাবনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১১ মে) সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

  ভোট এলো, এলো ভোট

;

টেকনাফে ছদ্মবেশে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করলো কোস্টগার্ড



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
টেকনাফে ছদ্মবেশে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করলো কোস্টগার্ড

টেকনাফে ছদ্মবেশে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করলো কোস্টগার্ড

  • Font increase
  • Font Decrease

মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে এমন সংবাদে টেকনাফের সাবরাং বাহারছড়ায় মাছ ধরার নৌঘাটে ছদ্মবেশে অবস্থান নেয় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল।

শুক্রবার (১০ মে) বিকেলে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লেঃ কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ জানান, শুক্রবার সকালে সমুদ্র থেকে নৌঘাটে আসার পথে একটি মাছ ধরার ফিশিং বোট থেকে সন্দেহজনক একজনকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে আবুল কালাম নামের একজনকে আটক করে।

পরে তাকে তল্লাশি করে তার কাছে থাকা একটি ড্রাম থেকে একলাখ পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড।

জব্দকৃত ইয়াবা ও আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  ভোট এলো, এলো ভোট

;