ময়মনসিংহে ভোটারদের টাকা বিতরণ করায় ৭ দিনের কারাদণ্ড

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

ময়মনসিংহ-৪ (সদর) আসনে ভোটারদের মাঝে টাকা বিতরণ করায় শফিকুল ইসলাম নামে এক ট্রাক মার্কার সমর্থককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম সদর উপজেলার সুতিয়াখালি এলাকার মৃত আ. জব্বারের ছেলে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম ওই এলাকায় টাকা বিতরণ করতে আসলে স্থানীয়রা তাকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এজন্য তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় আরো কয়েকজন পালিয়ে গেছে।

কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর মো. শহিদুল ইসলামসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র জানায়, ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে নগরীর কৃষ্টপুর এলাকায় ভোট কিনতে আসলে ২০ হাজার টাকাসহ আটক হয় শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন