দুর্নীতিকে না বলায় তরুণদের এই ভোট: নাছিম
ভোট এলো, এলো ভোটদুর্নীতিকে না বলায় তরুণদের এই ভোট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগের আবুজর গিফারী ভোট কেন্দ্র পরিদর্শনে এসে একথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরছি। অনেক বয়স্করা এসেছেন। তরুণদের আগ্রহ বেশি। তারা বলছেন, জীবনের প্রথম ভোট দিলাম। মানুষের আগ্রহ সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে। দুর্নীতিকে না বলাই তাদের এই ভোট। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, গত ১৫ বছরের উপহার উন্নয়ন ও সমৃদ্ধি। শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় জানিয়ে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন।
এসময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোট দিতে আসা শতবর্ষী শিরিয়া বেগমের শারীরিক খোঁজখবর নেন তিনি। এরপর বুথকেন্দ্রগুলো পরিদর্শন করেন। সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।