নরসিংদী-৪ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রভাব বিস্তার করায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। 

রোববার (৭ জানুয়ারি) সকালে বেলাব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান বলেন, বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

বিজ্ঞাপন

এই কেন্দ্রে ২ হাজার ২০৮ জন ভোটার রয়েছে। এছাড়া বেলাবো উপজেলার সরাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কেন্দ্রে স্থানীয় মন্ত্রী নৌকার প্রার্থী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মনজুরুল মাজীদ মাহমুদ সাদী চারটি ব্যালট পেপারের সকল ব্যালটে নৌকার সিল মারার অভিযোগ করেছেন প্রতিপক্ষ।