সংসদ নির্বাচন: কেন্দ্রে নারী ভোটার বেশি, পুরুষ কম

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

 

গাজীপুরের ৯৩৫ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ কার্যক্রম। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের সংখ্যা বেশি এবং পুরুষ ভোটারদের সংখ্যা কম রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) পাঁচ সংসদীয় আসন গাজীপুরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় অনেকটা ফাঁকা কেন্দ্র নারী ভোটাররা ভোট দিতে এসেছেন। আর এসব কেন্দ্রগুলোতে পুরুষের সংখ্যা নারীদের তুলনায় কম রয়েছে। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকরা জড়সড় ভাব রয়েছে।

এছাড়াও কেন্দ্রগুলোতে নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

গাজীপুর-১ আসনের মৌচাক ইউনিয়নের বাঁশতলী কেন্দ্রে ভোট দিতে আসা নারগিস বেগম, সুমাইয়া আক্তার জানান, মনের ভেতর ভয় আছে। তবুও ভোট দিতে আসছি।

এদিকে এসব কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রগুলোত দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা। তারা জানান, বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটার কিছুটা করে বাড়ছে। এর মধ্যে নারীদের উপস্থিতি বেশি রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম জানান, ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি বৃদ্ধিতে নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে।