গাজীপুরে ভোট কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে ভোট শুরু হবার আগে কেন্দ্রে এসে আব্দুল করিম (৬০) নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী বোর্ড বাজার এলাকার উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রে তার মৃত্যু হয়। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, শনিবার রাতে ভোট কেন্দ্রে কাজে যোগ দেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল করিম। পরে রোববার সকালে ভোট শুরু হওয়ার আগে খাবার খেয়ে কেন্দ্রে প্রবেশের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে দ্রুত হাসপতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন