বগুড়ার ৭ আসনে বিজয়ী আ.লীগ ৪, জাসদ-১, জাপা-১, স্বতন্ত্র-১
ভোট এলো, এলো ভোটবগুড়ার ৭টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, একটি ১৪ দলীয় জোটভূক্ত জাসদ, একটিতে জাতীয় পার্টি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় বেসরকারি ভাবে স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান। নৌকা প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৫১ হাজার ৫৩২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি তবলা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৪ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। লাঙ্গল প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৩৬ হাজার ৯৫২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিউটী বেগম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ সাইফুল্লাহ মেদেহী। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৭৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার কাঁচি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন ১৪ দলীয় জোটভূক্ত বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ডা. জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৩ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১লাখ ১০ হাজার ৫৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্য জোটের প্রার্থী নূরুল ইসলাম মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৪৮ ভোট।বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু। নৌকা প্রতীকে তিনি পয়েছেন ৫৩ হাজার ২২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ১৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আমিনুল ইসলাম পিন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট।