চতুর্থবারের মতো বিজয়ী আফিল উদ্দিন

  ভোট এলো, এলো ভোট
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোর-১ (শার্শা) আসনে নানান অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা হয়েছে। এ ফলাফলে টানা চতুর্থবারের মতো ১,০৫,৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকার আফিল উদ্দিন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯৪৭৭ ভোট। অপরদিকে নাঙ্গল প্রতীকের আক্তারুজ্জামান পেয়েছেন ২,১৫১ ভোট।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ভোট গণনা শেষে নয়ন কুমার রাজবংশী এ তথ্য জানান।

এদিকে কারচুপি, কর্মীদের মারধর,অবরুদ্ধ, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা ও পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে মারধরের অভিযোগ এনে সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যশোর শার্শা ১ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫১১ জন। মোটর ভোটার কেন্দ্র ছিল ১০২ টি।