ফেনীর ৩ আসনে বিজয়ী যারা
ভোট এলো, এলো ভোটফেনীর ৩টি সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাসিম, নিজাম ও মাসুদ চৌধুরী। এর মধ্যে ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পেয়েছেন- ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট, ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট এবং ফেনী-৩ আসনে লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলার ৩৯৯টি কেন্দ্রের ২ হাজার ৫৯৪টি কক্ষে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায় ফেনী-১ আসনে নতুন মুখ দেখা গেলেও অন্য দুইটি আসনে পুরাতনরাই বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের দেয়া তথ্যানুযায়ী ফেনীর তিনটি আসনের মধ্যে ফেনী-১ আসনে ৫৪ দশমিক ৫৭ শতাংশ, ফেনী-২ আসনে ৬৭ শতাংশ ও ফেনী-৩ আসনে ৩৬ দশমিক ০২ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
ফেনী-১ আসনে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৯ হাজার ৩১৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল লাঙ্গল প্রতীকে ৪ হাজার ১৯৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী ঈগল প্রতীকে ৩২৪ ভোট, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু সোনালী আঁশ প্রতীকে ১ হাজার ৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদশে প্রার্থী কাজী মো. নুরুল আলম মোমবাতি প্রতীকে ২ হাজার ৫৬৪ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ছড়ি প্রতীকে ৭৮৮ ভোট পান।
ফেনী-১ আসনে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন আলাউদ্দিন নাসিম। সাথে এ আসনে দীর্ঘ ৫০ বছর পর দলীয় এমপি পেয়েছে আওয়ামী লীগ। বিজয়ের খবরে ফেনী-১ আসন জুড়ে বইছে আনন্দের বন্যা। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিম।
ফেনী-২ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ১০ হাজার ৭২১ জন। তারমধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫০ হাজার ১৩৫। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৮৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীকে ৪ হাজার ৪৮ ভোট পান।
ফেনী-২ আসনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য ভোটে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ আসনে গত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। এবার তিনি টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন। যা এ আসনের ইতিহাসে এ প্রথম। টানা তৃতীয় বার বিজয়ী হওয়ায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নিজাম হাজারী।
অন্যদিকে ফেনী-৩ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৬ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ ঈগল প্রতীকে ৯ হাজার ৬২৬ ভোট, তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ সোনালী আঁশ প্রতীকে ১ হাজার ৯৫৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন একতারা প্রতীকে ৭৮৯ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু নাসির চেয়ার প্রতীকে ৯৬৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন মোমবাতি প্রতীকে ৫০৫ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের জোবায়ের ইবনে সুফিয়ান ছড়ি প্রতীকে ১৬০ ভোট, আবুল কাশেম আজাদ ট্রাক প্রতীকে ৪ হাজার ৯২০ ভোট, ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত কাঁচি প্রতীকে ৭১০ ভোট ও আনোয়ারুল কবীর (রিন্টু আনোয়ার) বাঁশি প্রতীকে ১৭৩ ভোট পান।
এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকায় অনেকের ধারণা ছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে লাঙ্গল এবং ঈগল প্রতীকের মধ্যে। তবে এ আসনের ভোটাররা পুরাতনেই আস্থা রেখেছেন। টানা ২য় বার সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন মাসুদ চৌধুরী। অন্যদিকে ভোট শেষ হওয়ার আগেই ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্ল্যাহ।
এদিকে নিজ সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণার অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকদের সন্ধ্যা থেকে রাত ১০ টা অব্দি বসিয়ে রাখলেও বিজয়ী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন নি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। কার্যালয় সূত্র জানায় সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ বলেন, সদর উপজেলার ১৪০টি কেন্দ্রের ফলাফল সন্ধ্যা ৭টার মধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
নির্বাচনে জেলার তিনটি আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৫৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৮ হাজার ২৮৫ জন, নারী ভোটার ৬ লাখ ২ হাজার ৪৭১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৩ জন। এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তারমধ্যে ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী ভোটের মাঠে ছিলেন।