করোনায় আক্রান্ত নীতু-বরুণ
বলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনার থাবা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী নীতু কাপুর ও অভিনেতা বরুণ ধাওয়ান।
কিছুদিন আগে রাজ মেহতা পরিচালিত ‘জুগ জুগ জিও’ ছবির শুটিংয়ে অংশ নিতে চণ্ডিগড় গিয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি ও পঙ্কজ ত্রিপাঠি।
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য ছবির শুটিং সেটে মানা হচ্ছিলো সকল নিয়ম-কানুনও। কিন্তু তার মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে পড়লেন নীতু-বরুণ। তাদের পাশাপাশি আক্রান্ত হয়েছেন পরিচালক রাজ মেহতাও।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ‘জুগ জুগ জিও’র শুটিংয়ের সকল কাজ। প্রত্যেকে সুস্থ হওয়ার ফের শুরু হবে এর কাজ।
তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে বলিউডের এই তিন তারকাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।