যেতে নাহি দিব হায়, তবু ...



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০১৯ সালের সকল অতীত পেছনে ফেলে নতুন আশা, স্বপ্ন, প্রতিজ্ঞা নিয়ে ২০২০ সালটি শুরু করেছিলেন অনেকেই। প্রথম তিন মাস ভালোভাবেই কেটে যাচ্ছিলো। কিন্তু তার মাঝেই কোভিড-১৯ নামের ভয়ানক এক ভাইরাস এসে লণ্ডভণ্ড করে দেয় সম্পূর্ণ পৃথিবী।

ভয়াবহ এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চের মাঝামাঝি বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, অফিস, সিনেমা হল, সব ধরনের ফ্লাইট চলাচল।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে কোটি মানুষ। ভয়ানক এই ভাইরাস কেড়ে নিয়েছে বলিউড, হলিউড, টলিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার জীবন।

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া ছাড়াও এ বছর বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে বলিউড, হলিউড, টলিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রি। আজকের এই প্রতিবেদনে জেনে নেবো সেসব তারকাদের নাম।


ইরফান খান
বলিউড ইন্ডাস্ট্রিতে এ বছর শোকের মাতম শুরু হয়েছিলো ইরফান খানের মৃত্যুর সংবাদ দিয়ে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এই তারকা।


ঋষি কাপুর
ইরফান খানের মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরলোক গমন করেন ঋষি কাপুর। ইরফান খানের মৃত্যুর একদিন পরই অর্থাৎ ৩০ এপ্রিল মারা যান এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। চমকপ্রদ তথ্য হলো- ইরাফান খানের মতো ঋষি কাপুরও ক্যানসারে আক্রান্ত ছিলেন।


ওয়াজিদ খান
সাজিদ-ওয়াজিদ জুটির নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। 'পেয়ার কিয়া তো ডারনা কেয়া', 'পার্টনার', 'তেরে নাম'-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সংগীতে রয়েছে তাদের জাদু। কিন্তু গত ১ জুন ভেঙে যায় সাজিদ-ওয়াজিদ জুটি। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ওয়াজিদ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪২ বছর।


চিরঞ্জীবী সারজা
গত ৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দক্ষিণের এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৩৫ বছর।


সুশান্ত সিং রাজপুত
বলিউডের এই অভিনেতার মৃত্যুর সংবাদ নাড়িয়ে দিয়েছিলো সারা বিশ্বকে। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও সেটি মেনে নিতে নারাজ ছিলো সুশান্তের পরিবার ও ভক্তরা। এই তারকার মৃত্যুর জন্য তার প্রমিকা রিয়া চক্রবর্তীকে দায়ী করছিলেন সকলে। এমনি তার বিরুদ্ধে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। সেই মামলার তদন্তে নামে সিবিআই ও এনসিবি। তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার সম্পৃক্ততা পাওয়া না গেলেও তাকে তিনি ড্রাগ দিতেন বলে জানা যায়। এ কারণে জেলের ভাতও খেতে হয়েছে রিয়াকে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।


সরোজ খান
বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। সকলের কাছে পরিচিত মাস্টারজি নামে। কাজ করেছেন নামি-দামি তারকাদের নিয়ে। তালিকায় রয়েছে মাধুরী ও শ্রীদেবীর মতো তারকা। দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু গত ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।


জগদীপ
গত ৯ জুলাই ৮১ বছর বয়সে মারা যান বলিউডের বর্ষীয়ান এই কমেডিয়ান তারকা।


নিশিকান্ত কামাত
‘দৃশ্যম’, ‘মাদারি’, ‘ফোর্স’ ও ‘রকি হ্যান্ডসাম’-এর মতো ছবি নির্মাণ করেছেন নিশিকান্ত কামাত। ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট হায়দ্রাবাদের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


চ্যাডউইক বোসম্যান
মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে গত ২৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির অভিনেতা চ্যাডউইক বোসম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।


জয়া প্রকাশ রেড্ডি
হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে গত ৮ সেপ্টেম্বর অন্ধ্র প্রদেশের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিল ও তেলেগু অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।


ফারাজ খান
মস্তিষ্কে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ নভেম্বর বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউড অভিনেতা ফারাজ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।


আসিফ বাসরা
গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশের ধর্মশালা শহরের এক প্রাইভেট কমপ্লেক্স থেকে বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। তার মৃত্যুর বিষয়টি এখনও তদন্ত করছে পুলিশ।


সৌমিত্র চট্টোপাধ্যায়
হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর গত ১৫ নভেম্বর কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

   

ড. হাফিজের লেখা ' আমরা মুক্তি সেনা'



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ড. হাফিজের লেখা ' আমরা মুক্তি সেনা'

ড. হাফিজের লেখা ' আমরা মুক্তি সেনা'

  • Font increase
  • Font Decrease

 

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে ড. হাফিজ রহমানের লেখা দেশাত্মবোধক গান 'আমরা মুক্তি সেনা' রিলিজ হয়েছে। বিখ্যাত সুরকার মিল্টন খন্দকারের সুরে গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও সহশিল্পীবৃন্দ।

এমকে মিউজিক ২৪ এর ব্যানারে গানটি গত ২৬ মার্চ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটির মিউজিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল আজাদ খোকন।

'আমরা মুক্তি সেনা' গানটি রিলিজের দুই দিনের মধ্যেই হাজার হাজার ভিউজ হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ড. হাফিজ রহমান বলেন,' মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে একটি গান লেখার ইচ্ছে ছিলো। ২৫ মার্চ। পৃথিবীর ইতিহাসের এক কাল রাত্রি। ১৯৭১ সালের এই রাতে নিরীহ নিরপরাধ ঘুমন্ত বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম নৃশংসতা চালায় । তাই আমার লেখা গানটি সেই রাতেই রিলিজ করার পরিকল্পনা করেছিলাম। অবশেষে বাস্তবে রূপায়িত হলো সেই অভিপ্রায়।'

এ বিষয়ে জানতে চাইলে বিখ্যাত সুরকার মিল্টন খন্দকার বলেন, "গানটির কথা খুবই সুন্দর ছিলো। সুর করেছি। কণ্ঠশিল্পীবৃন্দ সুন্দর কণ্ঠ দিয়েছেন। গানটি বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।"

;

জন্মদিনে চমকে দিলেন শাকিব খান



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘তুফান’-এ শাকিব খানের নতুন লুক

‘তুফান’-এ শাকিব খানের নতুন লুক

  • Font increase
  • Font Decrease

রীতিমতো ‘তুফানি’ কায়দায় প্রকাশিত হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের আরও একটি নতুন সিনেমার পোস্টার। অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে প্রকাশিত হয় সিনেমার পোস্টার।

দ্রুত শাকিবের নতুন লুক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লুফে নিয়েছেন ভক্তরা। লম্বা কোঁকড়ানো চুলে সাদা রোদচশমা, গলায় লকেট পরে সোফায় বসে আছেন হিরো! পাশেই মেশিনগান! আর পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, ভয়ানক রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন শাকিব খান। নতুন সিনেমা আর জন্মদিনের অগ্রিম শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন জনপ্রিয় নায়ক।

শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘তুফান’-এর নতুন পোস্টার

অবশ্য মঙ্গলবার থেকেই বিশেষ ঘোষণার মধ্য দিয়ে একটি ঝোড়ো তুফানের পূর্বাভাস দেন পরিচালক রায়হান রাফী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সবাইকে নিরাপদে থাকার পরামর্শও দেন পরিচালক। এরপর বুধবার বিকেলেই প্রকাশ করেন ‘তুফান’-এর ফার্স্ট অফিশিয়াল লুক। এই পোস্টার আসবে বলেই দুদিন ধরে নানা নাটকীয় আভাস দিচ্ছিলেন পরিচালক।

যদিও তুফানি বেগে উড়তে হলে অপেক্ষা করতে হবে আসছে কোরবানির ঈদ পর্যন্ত। তখনই সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে এত দ্রুত সিনেমাটির পোস্টার প্রকাশের পেছনেও আছে বিশেষ কারণ, তা হলো শাকিব খানের জন্মদিন। তারকার বিশেষ দিন উপলক্ষে আর দেরি করেনি প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক।

‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা

তুফানের যৌথ প্রযোজনা করছে বাংলাদেশের চরকি, আলফা আই আর ভারত থেকে যুক্ত হচ্ছে এসভিএফ। জানা গেছে, ছবিতে শাকিব খান ছাড়াও থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী আর বাংলাদেশের ‘আয়নাবাজি’ অভিনেত্রী নাবিলা। ‘তুফান’-এর ভিলেন হিসেবে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর নামও শোনা যাচ্ছে।

;

নতুন সিনেমায় ভিন্ন আঙ্গিকে আসাদুজ্জামান নূর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর

  • Font increase
  • Font Decrease

মাঝে সব ধরনের অভিনয় থেকেই দূরে ছিলেন প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর। এরপর একটু একটু করে শুরু করেন মঞ্চ ও টিভি নাটকে। তবে চলচ্চিত্রে কাজ করছিলেন না।

এরপর এক এক করে বেশ কয়েকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এবার পাওয়া গেল নূরের নতুন আরেকটি ছবির খবর। তবে এবার আর অভিনয় নয়। একটু ভিন্নভাবে যুক্ত হওয়া ছবিটির সঙ্গে।

ভাষা আন্দোলনের আগেভাগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘যাপিত জীবন’। সেই ছবিতে যুক্ত হলেন আসাদুজ্জামান নূর। ছবির একটি অংশের জন্য কবিতা আবৃত্তি করলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে তার কণ্ঠে কবিতাটি রেকর্ডিং হয়। ছবির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, ছবি শেষ হবে আসাদুজ্জামান নূরের কণ্ঠে আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোনো এক মাকে’ কবিতাটির পাঠের মধ্য দিয়ে।

পরিচালক বলেন, ‘এ অংশ ছবির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে কবিতাটি খুবই প্রাসঙ্গিক। ছবি শেষ হচ্ছে, নেপথ্যে কবিতাটি শোনা যাচ্ছে। গল্পের সঙ্গে চমৎকারভাবে কবিতাটির কথা, মর্ম মিলে যায়। আমার বিশ্বাস, ওই সময় প্রেক্ষাগৃহে দারুণ একটি পরিবেশ তৈরি হবে দর্শকের মাঝে।’

কবিতাটি আবৃত্তির জন্য আসাদুজ্জামান নূরকে নেওয়া প্রসঙ্গে হাবিব আরও বলেন, ‘ছোটবেলা থেকেই নূর ভাইয়ের আবৃত্তি শুনে আসছি। তার আবৃত্তির ভঙ্গি দারুণ। আর ছবির এই জায়গায় তার কণ্ঠ ভালো মানিয়ে যায়। এ ছাড়া এই ছবিতে অনেক গুণীজন যুক্ত আছেন। আরেক গুণী মানুষ হিসেবে নূর ভাইকে চেয়েছি।’

আসাদুজ্জামান নূর

জানালেন, বেশ কিছুদিন আগে কাজটির জন্য আসাদুজ্জামান নূরকে অনুরোধ করেছিলেন তিনি। বলেন, ‘বিষয়টি বুঝিয়ে নূর ভাইকে প্রস্তাব দিয়েছিলাম। শুনেই রাজি হন তিনি। নানা ব্যস্ততায় কাজটি করে দিতে সময় পাচ্ছিলেন না। আজ সময় বের করে কাজটি করে দিলেন তিনি। আমি মনে করি, নূর ভাইয়ের কারণে আমার ছবির মান আরও বেড়ে গেল।’

২০২১-২২ বছরের সরকারের অনুদানের ছবি এটি। ২০২২ সালের নভেম্বর মাসে এর শুটিং শুরু হয়।

পরিচালক আরও জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। আগামী সপ্তাহের শুরু দিকে প্রিভিউয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে ছবিটির। সেলিনা হোসেনের গল্প থেকে যৌথভাবে এটি চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ।

এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, গাজী রাকায়েত, রোকেয়া প্রাচী, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ডলি জহুর, ইমতিয়াজ বর্ষণ, আশনা হাবিব ভাবনা, সমাপ্তি, মৌসুমি হামিদ প্রমুখ।

;

কলকাতার ‘পট্ট নাট্য মেলায়’ পদাতিকের ‘গুনজান বিবির পালা’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘গুনজান বিবির পালা’ নাটকের দৃশ্য

‘গুনজান বিবির পালা’ নাটকের দৃশ্য

  • Font increase
  • Font Decrease

কলকাতার ‘পট্ট নাট্য মেলা’য় আমন্ত্রন পেয়েছে বাংলাদেশের মঞ্চ নাটকের দল পদাতিক নাট্য সংসদ টিএসসি। আগামীকাল ২৯ মার্চ কলকাতার অনুচিন্তন আর্ট সেন্টারে প্রদর্শিত হবে পদাতিকের ৪১ তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’। এই শো উপলক্ষ্যে পদাতিক নাট্য সংসদেও ২২ সদস্য এখন কলকাতায়। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।

নাটকে অনেকটা অংশ বাংলাদেশের ঐতিহ্যবাহী পালা গানের আঙ্গিকে করা। যে পালা বসে গ্রামের আসরে, বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ানে। শুধু পালাগান নয়, নাটকটিতে কাওয়ালি, পুঁথিসহ আরও অনেক লোকজ দিক তুলে ধরা হয়েছে।

যার প্রেক্ষাপট একটি থিয়েটার দল। বিভিন্ন সমস্যার মধ্য যাদের পথচলা দীর্ঘদিনের। সেই দলের প্রধান নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজী। দলটির একটি নাটক ‘পালা’ আকারে মঞ্চায়ন করা হবে, যা সাত ভাই চ¤পা অবলম্বনে ‘গুনজান বিবির পালা’ নামে দর্শকদের কাছে মঞ্চায়িত হবে। অর্থাৎ নাটকের মধ্যে আরেক নাটক দেখা যায় এই প্রযোজনায়।

‘গুনজান বিবির পালা’ নাটকের দৃশ্য

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, আমানুজ্জামান, রাবেয়া, নুরুন্নাহার পাপিয়া, শাখাওয়াত হোসেন শিমুল, জয়, সালমান শুভ, আবু নাসেম লিমন, মোঃ ইমরান খাঁন, শরীফুল ইসলাম, জিতু, পলাশ, জিয়া, জেনি, সৃজা, নাজমা ও শ্রেষ্ঠা।

মঞ্চ-সঞ্জীব কুমার দে, আলো- অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফিÑ সাঈদা শামছি আরা, সঙ্গীত- হুমায়ন আজম রেওয়াজ, প্রযোজনা অধীকর্তাÑ সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

;