যেতে নাহি দিব হায়, তবু ...

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৯ সালের সকল অতীত পেছনে ফেলে নতুন আশা, স্বপ্ন, প্রতিজ্ঞা নিয়ে ২০২০ সালটি শুরু করেছিলেন অনেকেই। প্রথম তিন মাস ভালোভাবেই কেটে যাচ্ছিলো। কিন্তু তার মাঝেই কোভিড-১৯ নামের ভয়ানক এক ভাইরাস এসে লণ্ডভণ্ড করে দেয় সম্পূর্ণ পৃথিবী।

ভয়াবহ এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চের মাঝামাঝি বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, অফিস, সিনেমা হল, সব ধরনের ফ্লাইট চলাচল।

বিজ্ঞাপন

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে কোটি মানুষ। ভয়ানক এই ভাইরাস কেড়ে নিয়েছে বলিউড, হলিউড, টলিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার জীবন।

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া ছাড়াও এ বছর বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে বলিউড, হলিউড, টলিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রি। আজকের এই প্রতিবেদনে জেনে নেবো সেসব তারকাদের নাম।

বিজ্ঞাপন

ইরফান খান
বলিউড ইন্ডাস্ট্রিতে এ বছর শোকের মাতম শুরু হয়েছিলো ইরফান খানের মৃত্যুর সংবাদ দিয়ে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এই তারকা।


ঋষি কাপুর
ইরফান খানের মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরলোক গমন করেন ঋষি কাপুর। ইরফান খানের মৃত্যুর একদিন পরই অর্থাৎ ৩০ এপ্রিল মারা যান এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। চমকপ্রদ তথ্য হলো- ইরাফান খানের মতো ঋষি কাপুরও ক্যানসারে আক্রান্ত ছিলেন।


ওয়াজিদ খান
সাজিদ-ওয়াজিদ জুটির নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। 'পেয়ার কিয়া তো ডারনা কেয়া', 'পার্টনার', 'তেরে নাম'-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সংগীতে রয়েছে তাদের জাদু। কিন্তু গত ১ জুন ভেঙে যায় সাজিদ-ওয়াজিদ জুটি। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ওয়াজিদ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪২ বছর।


চিরঞ্জীবী সারজা
গত ৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দক্ষিণের এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৩৫ বছর।


সুশান্ত সিং রাজপুত
বলিউডের এই অভিনেতার মৃত্যুর সংবাদ নাড়িয়ে দিয়েছিলো সারা বিশ্বকে। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও সেটি মেনে নিতে নারাজ ছিলো সুশান্তের পরিবার ও ভক্তরা। এই তারকার মৃত্যুর জন্য তার প্রমিকা রিয়া চক্রবর্তীকে দায়ী করছিলেন সকলে। এমনি তার বিরুদ্ধে মামলা দায়ের করে সুশান্তের পরিবার। সেই মামলার তদন্তে নামে সিবিআই ও এনসিবি। তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার সম্পৃক্ততা পাওয়া না গেলেও তাকে তিনি ড্রাগ দিতেন বলে জানা যায়। এ কারণে জেলের ভাতও খেতে হয়েছে রিয়াকে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।


সরোজ খান
বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। সকলের কাছে পরিচিত মাস্টারজি নামে। কাজ করেছেন নামি-দামি তারকাদের নিয়ে। তালিকায় রয়েছে মাধুরী ও শ্রীদেবীর মতো তারকা। দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু গত ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।


জগদীপ
গত ৯ জুলাই ৮১ বছর বয়সে মারা যান বলিউডের বর্ষীয়ান এই কমেডিয়ান তারকা।


নিশিকান্ত কামাত
‘দৃশ্যম’, ‘মাদারি’, ‘ফোর্স’ ও ‘রকি হ্যান্ডসাম’-এর মতো ছবি নির্মাণ করেছেন নিশিকান্ত কামাত। ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট হায়দ্রাবাদের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


চ্যাডউইক বোসম্যান
মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে গত ২৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির অভিনেতা চ্যাডউইক বোসম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।


জয়া প্রকাশ রেড্ডি
হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে গত ৮ সেপ্টেম্বর অন্ধ্র প্রদেশের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিল ও তেলেগু অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।


ফারাজ খান
মস্তিষ্কে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ নভেম্বর বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউড অভিনেতা ফারাজ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।


আসিফ বাসরা
গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশের ধর্মশালা শহরের এক প্রাইভেট কমপ্লেক্স থেকে বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। তার মৃত্যুর বিষয়টি এখনও তদন্ত করছে পুলিশ।


সৌমিত্র চট্টোপাধ্যায়
হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর গত ১৫ নভেম্বর কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।