মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নীতি মোহন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ছিলো নীতি-নিহার পাণ্ডে দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ সেই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি দিয়েছেন নীতি।
শেয়ার করা ছবির ক্যাপশনে ৪১ বছর বয়সী এই গায়িকা লিখেছেন, ‘ওয়ান প্লাস ওয়ান, আমরা ৩। মা-বাবা হতে চলেছি আমরা, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এর থেকে ভালো খবর আর কী-ই বা হতে পারে!’
বিজ্ঞাপন
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি অভিনেতা নিহার পাণ্ডের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নীতি মোহন।
মাস কয়েক আগেই ঢাকা মাতিয়ে গেলেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। চলতি মাসের শেষ দিকে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক এক কনসার্ট মাতাতে আবারও ঢাকায় আসছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রিও।
আর সেই কনসার্টের টিকিট ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল একটি চক্র। এরপর সেই চক্রের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। এবার সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
ওই মামলায় গত রবিবার ঢাকার পাইকপাড়া থেকে আরিফ আরমান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।
টিকিট টুমরো প্ল্যাটফর্মে সাইবার আক্রমণের জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল আলম বলেন, কনসার্টের টিকিট বিক্রির ওয়েবসাইটে ঢুকে ক্রেতাদের তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, আগামী ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে গাইবেন আতিফ আসলাম।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর তাদের শুভেচ্ছাদূত হিসেবে দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিমকে চুক্তিবদ্ধ করেছে। সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে এ ঘোষণা করা হয়।
এই অনুষ্ঠানে সেইলরের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকবৃন্দ সহ উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
সিয়াম আহমেদ বলেন, ‘আমি আর মিম সিনেমায় খুব বেশি কাজ করিনি। তবে আমরা ভালো বন্ধু। আমরা একসঙ্গে মডেলিং করেছি অনেক। এবার একসঙ্গে সেইলরের মতো জনপ্রিয় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে ভালো লাগছে। আমি বরাবরই বলি, কোন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমি সেটার ব্যাপারে খোজ খবর নিই। যখন সবকিছু পারফেক্ট মনে হয় তখনই যুক্ত হই। সেইলর তেমনি একটি ব্র্যান্ড। আশা করছি আমাদের মাধ্যমে সেইলর আরও বেশি মানুষের কাছে পৌঁছবে।’
বিদ্যা সিনহা মিম বলেন, ‘সেইলরের ডিজাউন ও কাপড়ের কোয়ালিটি আমার খুব ভালোলাগে। তাই আমি এমনিতেই কিনে পরতাম। আর এখন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলাম, ফলে আনন্দ লাগছে। আগেই আমি আর সিয়াম এই ব্র্যান্ডের দুটি প্রমোশনাল কাজ করেছি। মানুষ সেই কাজ দুটি খুব পছন্দ করে। আর এবার অ্যাম্বাসেডর হয়ে মনে হচ্ছে সেইলর আমারই ব্র্যান্ড।’
২০১৫ সালে যাত্রা শুরু করা সেইলর আজ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একটি ফ্যাশন ব্র্যান্ড। সেইলর-এর এই উদ্যোগ ফ্যাশন দুনিয়ায় এক বিপ্লব বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে ।
সেইলরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সিয়াম ও মিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগদান আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের প্রতিভা, স্টাইল এবং জনপ্রিয়তা সেলরের দর্শনকে পরিপূর্ণভাবে উপস্থাপন করে।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগ শুধু গ্রাহক সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে না, বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি সেইলর-এর দায়বদ্ধতাও প্রতিফলিত করে। সেইলর দেশের ফ্যাশন দৃশ্যপটে এক নতুন মানদণ্ড তৈরি করতে চায়, যেখানে কাস্টমারদের চাহিদা, চিত্তবিনোদন এবং গুণগত মান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
এটি সেইলর-এর জন্য একটি নতুন যুগের সূচনা । প্রতিষ্ঠানটি আশা করছে, এর মাধ্যমে তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টিভঙ্গি ও গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে ।সেইলর এক্ষেত্রে তাদের পরবর্তী পরিকল্পনা , ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও নতুন সংগ্রহ নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেন, যা ব্র্যান্ডটির অবস্থানকে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশী ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
বাংলা নাটকের অন্যতম দিকপাল মুনীর চৌধুরী। আজ ২৭ নভেম্বর এই শহীদ অধ্যাপকের শততম জন্মদিন। এ উপলক্ষে গতকাল ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’প্রাপ্তদের নাম ঘোষণা করেছে নাট্যদল থিয়েটার। এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম। মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার টাকা ও মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।
শহীদ মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে একজন করে প্রবীণ গুণীকে সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে একজন তরুণ গুণীকে পদক দেওয়া হচ্ছে। ১৯৯৯ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন শিমূল ইউসুফ। এবার তিনি মুনীর চৌধুরী সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার বলেন, ‘গত বছরও আমরা সম্মাননা ও পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছি; কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি। এবার আমরা দুই বছরের সম্মাননা ও পদক একই অনুষ্ঠানে প্রদান করব। শিগগিরই অনুষ্ঠানটির তারিখ সবাইকে জানানো হবে।’
২০২৩ সালে মুনীর চৌধুরী সম্মাননায় ভূষিত হন কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন বাকার বকুল।
আগামী বছর থেকে এক বছর অন্তর এই দুটি সম্মাননা ও পদক দেওয়া হবে বলে জানান রামেন্দু মজুমদার। মূলত মুনীর চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই এই সম্মাননা দেওয়া হয়।
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলো ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ৩০ বছরের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা এটি, যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে নিজের জায়গা করে নিয়েছিল। শুধু তাই নয়, ছবিটি কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতে নেয়।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ তৈরি হয়েছে ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনায়। এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন। গত শুক্রবার নিজ দেশ ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে সিনেমার একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে। সিনেমায় চরিত্রের প্রয়োজনে একটি দৃশ্যে নগ্ন হয়েছেন মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। তার অভিনীত দৃশ্যটিই অনলাইনে ফাঁস হয়েছে। যা নিয়েই তৈরি হয়েছে আলোচনা।
দৃশ্যটি নিয়ে এবার মুখ খুললেন সেই অভিনেত্রী। দিব্যা প্রভা ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নগ্নতা কোনো বিষয় না, সিনেমার বিষয়ই গুরুত্বপূর্ণ।’ এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সিনেমার বার্তা অনেকেই বুঝতে পারেননি। তাঁরা কেবল ওই দৃশ্যটি নিয়েই কথা বলেছেন।
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কোনো অস্বস্তি নেই জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না। আমার কাছে কেবল গল্প প্রাধান্য পায়, অন্য কিছু না।’
দিব্যা জানান, সিনেমার ওই দৃশ্যটির শুটিংয়ের সময় কেবল অল্প কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন। দৃশ্যটি শুটিংয়ের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও জানান তিনি। এই অভিনেত্রী মনে করেন, সিনেমাটির গল্প বলা, নির্মাণ এবং সব মিলিয়ে যে বার্তা দিতে চেয়েছেন পরিচালক, সেটা তরুণ প্রজন্মের দর্শকের ভালো লাগবে।
সিনেমা মুক্তির পর দৃশ্যটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন, অনেকে আবার দিব্যার পাশে দাঁড়িয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দর্শক, বিশেষ করে পুরুষ দর্শকেরা যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন, তাতে আমি আনন্দিত। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, গল্পের প্রয়োজনেই নগ্ন হয়েছি। আমার ঝুলিতে অনেক পুরস্কার আছে, বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছি; সস্তা জনপ্রিয়তার জন্য আমার পর্দায় নগ্ন হওয়ার প্রয়োজন নেই।’
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টেক অফ’ সিনেমায় অভিনয় করে প্রথম আলোচনায় আসেন দিব্যা প্রভু। মহেশ নারায়নানের ‘আরিইপ্পু’ সিনেমা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০২২ সালে এ সিনেমার জন্য তিনি লোকার্নো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।