শুরু হলো আলোকিত কোরআন প্রতিযোগিতা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাহে রমজান উপলক্ষে শুরু হয়েছে আরটিভির ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা “জি পি এইচ ইস্পাত আলোকিত কোরআন- ২০২১”।

দেশের মোট ১৮টি জোন থেকে অডিশনের মাধ্যমে সেরাদের বাছাই করে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ফাইনাল অডিশনের মাধ্যমে বাছাই করে সেরা ৩১ প্রতিযোগীদের নিয়ে শুরু হয় মূল রাউন্ড।

বিজ্ঞাপন

পুরো আয়োজনে বিচারক হিসেবে সুনিপুণ দক্ষতার সাথে বিচারকার্য সম্পন্ন করেন দেশবরেণ্য ও বিশ্বসেরা হাফেজ ও আলেমগণ।

জি পি এইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠানটি কোরআনের সুরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং দর্শকগন একটি মনমুগ্ধর রিয়্যালিটি শো দেখতে পাবে বলে আরটিভি কর্তৃপক্ষের বিশ্বাস।

বিজ্ঞাপন

এম শামসুদ্দিন মিঠুর প্রযোজনায় জি পি এইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন আরটিভির পর্দায় রমজান মাসজুড়ে সম্প্রচার হবে প্রতিদিন বিকাল ৫টায়।