কানের লালগালিচায় এক টুকরো বাংলাদেশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীরা

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীরা

ভূমধ্যসাগরের তীরে কান সৈকতে এখন বাংলাদেশের জয়ধ্বনি। একের পর এক সম্মান পেয়েই যাচ্ছে কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের ইতিহাসে বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এবার আয়োজকরা লালগালিচায় ছবিটির কলাকুশলীদের বরণ করে নিলো।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীরা

শুক্রবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে পালে দে ফেস্টিভাল ভবনের সামনের চত্বরে ঝা-চকচকে গাড়িতে চড়ে আসেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীরা। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ লালগালিচার শুরুর প্রান্তে দাঁড়িয়ে থাকেন তারা। পোজ দেন ছবি তোলার জন্য।

বিজ্ঞাপন

সাদের হাত ধরে লালগালিচায় এগিয়েছেন আজমেরী হক বাঁধন। কাঁধখোলা ছাইরঙা গাউনে তাকে দেখতে মনোমুগ্ধকর ও জমকালো লেগেছে। আন্তর্জাতিক অঙ্গনে যেনো বাংলাদেশি সৌন্দর্যের বিজ্ঞাপন হয়ে উঠলেন এই অভিনেত্রী।


গত ৭ জুলাই পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সেদিন প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান সাদসহ সবাইকে। পরদিন পালে দে ফেস্টিভাল ভবনের ছাদবারান্দায় ফটোকলে পৃথিবীর বিভিন্ন দেশের আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন সাদ, বাঁধন, জেরেমি চুয়া এবং এহসানুল হক বাবু।

বিজ্ঞাপন

৭৪তম কানের আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড।