বাংলাদেশের নাটক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়ে লড়ছে ভারতে

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের নাটক ‘আহা জীবন’

বাংলাদেশের নাটক ‘আহা জীবন’

এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ভারতের গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যালে এবার শর্ট ফিল্ম ক্যাটাগরিতে লড়ছে বাংলাদেশের নাটক ‘আহা জীবন’।

আজাদ কালামের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, মোশাররফ করিম, সামিয়া হক। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। নাটকটি আরটিভিতে ঈদে প্রচারের পর বেশ দর্শকপ্রিয়তা লাভ করে।

বিজ্ঞাপন

নির্মাতা আজাদ কালাম জানান, ‘আহা জীবন’ নির্বাচিত হওয়ায় তিনি বেশ আনন্দিত।

তিনি বলেন, প্রত্যেক নির্মাতাই চান নিজের বেস্ট আউটপুট দিতে, তিনিও তার নির্মাণে সর্বোচ্চ চেষ্টা করেছেন। নাটকটি ঈদে প্রচারের পরও বেশ ভালো সাড়া পেয়েছেন। এখন ফ্যাস্টিভ্যালে নির্বাচিত হওয়ায় নাটকটি নিয়ে তিনি বেশ আশাবাদী। সামনে আরও ভালো কাজ উপহার দিতে চান দর্শকদের।

বিজ্ঞাপন

১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া; যা এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র শিল্পের উৎকর্ষতা তুলে ধরার লক্ষ্যে ভারতের গোয়া রাজ্যে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।

চলচ্চিত্র উৎসব অধিদপ্তর এবং গোয়া রাজ্য সরকার যৌথভাবে উৎসবটি পরিচালনা করে।